বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর ওয়েবসাইটে স্বাগতম


যেখানে সবার শেষ আমাদের যাত্রা ঐখান থেকে শুরু। সবাই যেখানে চোখের দৃষ্টিসীমার শেষ মনে করে, আমরা ঐখান থেকে বিশ্ব দেখা শুরু করি। এক সময়ের অবহেলিত এই বাকলিয়ায় তাই আমরা প্রতিষ্ঠা করেছি বিশ্বমানের স্কুল (বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল)।

নৈতিকমূলকবোধ ও সামাজিক দায়বদ্ধতা যেখানে অপ্রতুল, সেখানে বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আমাদের সাথী করেছি এক ঝাঁক নৈতিকমূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন মেধাবী শিক্ষকমন্ডলী, যারা তাদের জ্ঞানের সর্বোচ্চটাই ঢেলে দেয় শিক্ষার্থীদের জন্য। অনেক আশা জাগিয়ে শুরু করে, অনেক স্কুল বছরের মাঝখানে এসে বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে, কিন্তু বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলে রয়েছে মেধাবী পরিচালকদের সুসমন্বিত পরিচালনা ও তত্ত্বাবধান। যার ফলে শিক্ষার ব্যাপ্তি নিয়ে আমরা নিশ্চিত। নিজস্ব ভবনে পরিচালিত এই স্কুলে রয়েছে সম্পূন্ন সৃজনশীর পদ্ধতিতে পাঠদান ও ডিজিটাল শিক্ষা-ব্যবস্থা।

ক্লোজসার্কিট ক্যামেরায় মনিটরিং হয়, তাই নূন্যতম ভূলও আমাদের দৃষ্টিকে ফাঁকি দিতে পারে না। রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পাঠদান।

আমরা রেখেছি উন্নত ও বিশ্বমানের আবাসন ব্যবস্থা। শিক্ষার্থীরা পরম আদর ও যত্নের সাথে যেখানে বেড়ে ওঠে। যেকোন তথ্য প্রাপ্তি ও বিশ্বের সাথে মুহূর্তে যোগাযোগের জন্য আমরা রেখেছি ওয়াইফাই প্রযুক্তি সম্পন্ন ইন্টারনেট সুবিধা। ফলে শিক্ষার্থীরা ক্লাসে বসে বিশ্বের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারে। নিজস্ব যানবাহনে শিক্ষার্থীর নিয়মিত ও সময়মত উপস্থিত নিশ্চত হয়। ডিভেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, চারুকলা একাডেমি, কালচারাল একাডেমি ইত্যাদি সহপাঠক্রমিক কাজের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে পারে।

এভাবেই নানা সুযোগ-সুবিধা নিয়ে আমরা আছি আপনাদের খুব কাছে। আসুন, আমাদের ক্যাম্পাসটা ঘুরে যান। নিজেই বুঝবেন, স্বপ্ন এখানে কত সহজেই বাস্তব হয়ে ধরা দেয়।


ধন্যবাদ
আল্লাহ হাফেজ।

Read More->

Result Search

Class
Department/Section/Group
Session
Exam

President Message

বিশ্ব এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চোখে-মুখে হাজারো স্বপ্নের হাতছানি। একদিন আমরাই হব পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত জাতি। এই শিক্ষিত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সব কিছুর আগে আমাদের নিশ্চিত করতে হবে মানসম্মত শিক্ষা। নিরক্ষরমুক্ত বাংলাদেশ আমাদের আজন্ম লালিত স্বপ্ন। শিক্ষিত মানুষ মাত্রই দেশপ্রেমিক। একজন দেশপ্রেমিকের স্বপ্ন দেশের উন্নয়ন। দেশের উন্নয়নের জন্য প্রয়োজন সুশিক্ষিত জাতি গঠন। সুশিক্ষিত জাতি তার মেধা দিয়ে দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। কিন্তু আমাদের ছাত্রসমাজ বঞ্চিত হচ্ছে প্রকৃত শিক্ষা থেকে। তাই উন্নয়নের চিন্তা অধরাই থেকে যায়; অলিক হয়ে যায় আমাদের স্বপ্ন। লক্ষ কোটি প্রাণের বিনিময়ে আমরা অজন করেছি লাল-সবুজের পতাকা, পেয়েছি একটি স্বাধীন মানচিত্র। দেশের প্রতি প্রেম ও দায়িত্ববোধ আমাদের মেধা ও মননে সবসময় জাগ্রত থাকে। তাই সুশিক্ষিত ও নৈতিকতাবোধ সম্পন্ন জাতি গঠনে ব্যতিক্রমি উদ্যোগে আমরা প্রতিষ্ঠা করেছি বাকলিয়া রেসিডেন্সিয়াল মলে স্কুল। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পযন্ত এই স্কুলে আমরা রেখেছি আধুনিক ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদানের এক অনন্য পরিবেশ। সম্পূণ ক্লাসনিভর এ প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিকক্ষ সুপরিসর ও শীতাতপ নিয়ন্ত্রিত। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ফলে শিক্ষার্থীরা সহজেই পাঠকে আত্নস্থ করতে পারে। ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সাবক্ষণিক শ্রেণিকাযক্রম মনিটরিং করাসহ অত্যাধুনিক ডিজিটাল ক্যাম্পাসে শিক্ষার্থীরা খুঁজে পাবে জ্ঞানের রাজ্যের নতুন এক দিগন্তকে। সময়ের সাথে আগামীর স্বপ্ন বিনির্মাণে বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল হয়ে উঠবে আপনার সন্তানের সুন্দর ও আলোকিত ভবিষ্যত বিনির্মাণের একক ও বিশ্বস্ত শিক্ষাকেন্দ্র হিসেবে। আশা রাখি আমাদের পথচলায় আপনি আমাদের সারথি হবেন।

আলহাজ্ব মোহাম্মদ শফি

চেয়ারম্যান- বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল

Read More->

Headmaster Message

শিক্ষা প্রতিষ্ঠান হলো উন্নত মানব সম্পদ তৈরির কারখানা। আর ঐ কারখানার কারিগর হলেন শিক্ষক। সন্তান জন্ম দেয় মা-বাবা কিন্তু সন্তানকে সুশিক্ষিত এবং সত্যিকার মানুষ হিসেবে গড়ে তােলার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের। তাই, শিক্ষকদের মাঝে শিক্ষার্থীদের প্রতি যেমন পারস্পরিক সম্পর্ক থাকা উচিত; তেমনি শিক্ষার্থীদের ও শিক্ষকদের প্রতি তা আরো বেশি সম্পর্ক থাকা প্রয়োজন। কারণ, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই মেধায় ও প্রজ্ঞায় শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই মেধায় ও প্রজ্ঞায় নিজেদের শানিত করে তারা প্রস্তুত হবে দেশসেবার মহান ব্রত নিয়ে, স্বদেশকে তারা পৌঁছে দেবে গৌরবময় উচ্চাসনে। বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগে নিজেদের প্রস্তুত করবে, আলােকিত হবে এটাই আদর্শ দৃষ্টান্ত। এমন মহৎ গুণাবলি অনুশীলনের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান “বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল” । “সুপ্ত প্রতিভার সৃজনশীল উন্মেষ” -এর মুলমন্ত্র নিয়ে ‘বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল’ এর যাত্রা শুরু হলেও এতে প্রােথিত আছে ছাত্র-ছাত্রীদের কৈশোর ও তারুণ্যের ভাবনা ও আকাঙ্ক্ষা। মনের অগোচরে জমা থাকা নানা অব্যক্ত কথার সম্ভার নিয়ে তারা হাজির হয় এবং প্রতিভার বিকাশ সাধন করে থাকে। আমি আশাকরি ভবিষ্যতে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে তাদের আন্দময় অনুভূতি ও সূজনশীলতাকে সুন্দর ও সুসংহত ক্ষমতা অর্জন করবে এবং জাতির ক্ষমতা অর্জনে দিক নির্দেশনা দেবে ইনশাআল্লাহ। বৃহত্তর বাকলিয়ায় প্রথম ও পূর্ণাঙ্গ ডিজিটাল বিদ্যাপীঠ বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলে রয়েছে একঝাঁক তরুণ, মেধাবী, দক্ষ, অভিজ্ঞ ও উচ্চ শিক্ষিত এবং বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা।যারা আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে গৌরব উজ্জ্বল ভূমিকা রাখতে ও উত্ত প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। পরিশেষে, মহান রাব্বুল আ’লামিনের কাছে প্রতিষ্ঠানের উত্তরােত্তর সমৃদ্ধি ও আমাদের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

মুহাম্মদ শওকতুল ইসলাম

প্রধান শিক্ষক- বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল।

Read More->

Complain/Suggest Corner

Calendar