01842113331, 01842113332
যেখানে সবার শেষ আমাদের যাত্রা ঐখান থেকে শুরু। সবাই যেখানে চোখের দৃষ্টিসীমার শেষ মনে করে, আমরা ঐখান থেকে বিশ্ব দেখা শুরু করি। এক সময়ের অবহেলিত এই বাকলিয়ায় তাই আমরা প্রতিষ্ঠা করেছি বিশ্বমানের স্কুল (বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল)।
নৈতিকমূলকবোধ ও সামাজিক দায়বদ্ধতা যেখানে অপ্রতুল, সেখানে বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আমাদের সাথী করেছি এক ঝাঁক নৈতিকমূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন মেধাবী শিক্ষকমন্ডলী, যারা তাদের জ্ঞানের সর্বোচ্চটাই ঢেলে দেয় শিক্ষার্থীদের জন্য। অনেক আশা জাগিয়ে শুরু করে, অনেক স্কুল বছরের মাঝখানে এসে বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে, কিন্তু বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলে রয়েছে মেধাবী পরিচালকদের সুসমন্বিত পরিচালনা ও তত্ত্বাবধান। যার ফলে শিক্ষার ব্যাপ্তি নিয়ে আমরা নিশ্চিত। নিজস্ব ভবনে পরিচালিত এই স্কুলে রয়েছে সম্পূন্ন সৃজনশীর পদ্ধতিতে পাঠদান ও ডিজিটাল শিক্ষা-ব্যবস্থা।
ক্লোজসার্কিট ক্যামেরায় মনিটরিং হয়, তাই নূন্যতম ভূলও আমাদের দৃষ্টিকে ফাঁকি দিতে পারে না। রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পাঠদান।
আমরা রেখেছি উন্নত ও বিশ্বমানের আবাসন ব্যবস্থা। শিক্ষার্থীরা পরম আদর ও যত্নের সাথে যেখানে বেড়ে ওঠে। যেকোন তথ্য প্রাপ্তি ও বিশ্বের সাথে মুহূর্তে যোগাযোগের জন্য আমরা রেখেছি ওয়াইফাই প্রযুক্তি সম্পন্ন ইন্টারনেট সুবিধা। ফলে শিক্ষার্থীরা ক্লাসে বসে বিশ্বের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারে। নিজস্ব যানবাহনে শিক্ষার্থীর নিয়মিত ও সময়মত উপস্থিত নিশ্চত হয়। ডিভেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, চারুকলা একাডেমি, কালচারাল একাডেমি ইত্যাদি সহপাঠক্রমিক কাজের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে পারে।
এভাবেই নানা সুযোগ-সুবিধা নিয়ে আমরা আছি আপনাদের খুব কাছে। আসুন, আমাদের ক্যাম্পাসটা ঘুরে যান। নিজেই বুঝবেন, স্বপ্ন এখানে কত সহজেই বাস্তব হয়ে ধরা দেয়।
ধন্যবাদ
আল্লাহ হাফেজ।
Today | : | 19 |
---|---|---|
Yesterday | : | 51 |
Last 7 Days | : | 19180 |
Total | : | 83433 |